ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

অসদাচরণের জন্য কস্তার জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৬, মার্চ ১৫, ২০১৬
অসদাচরণের জন্য কস্তার জরিমানা

ঢাকা: এফএ কাপে এভারটনের বিপক্ষে অসদাচরণের জন্য জরিমানা করা হয়েছে চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তাকে। ব্লুজদের ২-০ গোলে হারের এ ম্যাচে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন স্প্যানিশ এ তারকা।



সে ম্যাচে কস্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বিপক্ষ ফুটবলার গ্যারেথ ব্যারিকে সে কামড় মারার চেষ্টা করেছিলেন।

এদিকে ম্যাচ শেষে কস্তা ও ব্যারি দু’জনই কামড়ের ঘটনাটি অস্বীকার করেছেন। তবে জরিমানার নির্দিষ্ট না হলেও ধারণা করা হচ্ছে তিনি তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। এছাড়া অভিযোগ প্রমাণীত হলে এক মাসের জন্যও তিনি বহিষ্কার হতে পারেন।

এর আগে প্রথমার্ধের খেলা শেষে মাঠ ছাড়ার সময় এভারটন সমর্থকদের উদ্দ্যেশে খারাপ আচরণেরও অভিযোগ উঠেছে কস্তার বিপক্ষে। চলতি মৌসুমে বাজে পারর্ফম করা কস্তা বিভিন্ন সময় নানান ঘটনা ঘটিয়ে বিতর্কিত হয়েছেন। এবার তার বিরুদ্ধে ফুটবল অ্যাসোসিয়েশন এমন জরিমানা করলো।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।