ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

ইংলিশ লিগের আশা ছাড়ছেন না আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, মার্চ ১৫, ২০১৬
ইংলিশ লিগের আশা ছাড়ছেন না আলভেজ ছবি : সংগৃহীত

ঢাকা: নিজের প্রজন্মে তিনি অন্যতম স্বীকৃত ডিফেন্ডারদের মধ্যে একজন। উপভোগ করছেন ইউরোপের ট্রফিময় ফুটবল ক্যারিয়ার।

বলা হচ্ছে, বার্সেলোনা তারকা দানি আলভেজের কথা। আগামী ৬ মে ৩৩-এ পা রাখবেন। তবে ইংলিশ লিগের খেলার ব্যাপারে এখনো আশাবাদী ব্রাজিলিয়ান রাইট ব্যাক।

গত বছর বার্সার সঙ্গে দু’বছরের নতুন চুক্তি করেন আলভেজ। যার মেয়াদ (এক বছর বাড়ানোর সুযোগ থাকবে) শেষ হবে ২০১৭ সালের জুনে। তখন তাঁর বয়স হয়ে যাবে ৩৪।

ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে আলভেজ বলেন, ‘আমি সব সময়ই বলে আসছি, ইংল্যান্ডে খেলার লক্ষ্য রয়েছে। তবে কখন এই ইচ্ছা পূরণ হবে তা জানা নেই। সেখানে (ইংল্যান্ড) মানুষ যেভাবে ফুটবলে বাস করছে তা অবিশ্বাস্য। ’

আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখ ছেড়ে ম্যানিসিটিতে যোগ দেওয়ার পর পেপ গার্দিওলা যদি তাকে (আলভেজ) চায় তবে তিনি কি করবেন? এমন প্রশ্নের জবাবে অালভেজের প্রতিক্রিয়া, ‘হা হা হা! তিনি (গার্দিওলা) আমাকে ডাকবেন বলে মনে হয় না। ’

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।