ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

অলিম্পিকে আরও দুই বাংলাদেশি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, জুলাই ৯, ২০১৬
অলিম্পিকে আরও দুই বাংলাদেশি মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা/ছবি: সংগৃহীত

ঢাকা: রিও ডি জেনিরো অলিম্পিকের ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন আরও দুই বাংলাদেশি ক্রীড়াবিদ। এরা হলেন মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা।

আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আয়োজন গ্রীষ্মকালীন অলিম্পিক। এই গেমসে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইল ও ব্রেস্টস্ট্রোকে পদকের জন্য লড়বেন করবেন বাংলাদেশের সাগর ও সোনিয়া।

এর আগে শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি ও আরচ্যারিতে শ্যামলী রায় অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন।

এ চারজনের সঙ্গে বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশগ্রহণকারীদের দলে নাম লেখাতে যাচ্ছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ৠাঙ্কিংয়ে বর্তমানে ৫৫তম স্থানে রয়েছেন এ গলফার। ১১ জুলাইয়ের মধ্যে র‌্যাংকিংয়ে ৬০ এর মধ্যে থাকতে পারলে অলিম্পিকে সরাসরিই খেলার সুযোগ পেয়ে যাবেন সিদ্দিকুর।

দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের অলিম্পিকযাত্রা অনেকটা নিশ্চিত বলা যায়। সব কিছু ঠিকঠাক থাকলে সিদ্দিকুর রহমানই হতে যাচ্ছেন অলিম্পিকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।