ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নাসিরের অলরাউন্ডার নৈপ‍ুণ্যে জয় পেলো ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
 নাসিরের অলরাউন্ডার নৈপ‍ুণ্যে জয় পেলো ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।

এদিন শুরু থেকেই ঝড়োয়া ব্যাটিং করতে থাকে ঢাকা ডায়নামাইটস।

দলীয় ৩৩ রানে ফিরে যান ওপেনার কুমার সাঙ্গাকারা। ১২ বল খেলে ২০ রান করেন তিনি। এরপর জুটি গড়েন মেহেদী মারুফ ও নাসির হোসেন।

আর দু’জন মিলে ৮৪ রানের পার্টনারশিপ গড়েন। ইনিংসের ১৩তম ওভারে বিদায় নেন নাসির। রায়ান টেন ডয়েসকাটের বলে আহমেদ শেহজাদের তালুবন্দি হওয়ার আগে নাসির করেন ৪৩ রান। ৩৫ বলে পাঁচটি চারের সাহায্যে এই ইনিংসটি সাজান তিনি। ফলে স্কোর বোর্ডে যোগ হয় ১১৭ রান।

এছাড়া নাসির হোসেন ব্যাটিংয়ে নেমে যখন প্রথম চারের বাউন্ডারি হাঁকান। তখন টিভি স্ক্রিনে  বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ নাসির ভক্তদের হাসিমাখা মুখ ভেসে উঠে।

এদিকে, কুমিল্লা শিবিরে প্রথম হানা দেন নাসির হোসেন। কুমিল্লার হয়ে ব্যাটিং শুরু করেন ইমরুল কায়েস এবং জসিমউদ্দিন। ইনিংসের চতুর্থ ওভারে নাসির হোসেনের বলে আলাউদ্দিনের তালবুন্দি হয়ে সাজঘরে ফেরেন ইমরুল। দলীয় ৩০ রানের মাথায় কুমিল্লা প্রথম উইকেট হারায়।

এরআগে ঢাকার হয়ে বিপিএল’র প্রত্যেকটি ম্যাচে আগুন ঝরা ব্যাটিং করেন নাসির হোসেন। সঙ্গে ছিলো নাসিরের বোলিং নৈপুণ্য। যার দরুণ ঢাকার ধারবাহিক জয়ে বড় ভূমিকা পালন করে চলেছেন নাসির হোসেন।

তার দুর্দান্ত ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে জয় পাচ্ছে ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তথা মাশরাফিকে ৩৩ রানে হারালো নাসির হোসেনের দল।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসজে/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।