ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দ্বিতীয় বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন সোনারগাঁ চেস ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
দ্বিতীয় বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন সোনারগাঁ চেস ক্লাব ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ০৩ নভেম্বর শুরু হয়েছিল ‘দ্বিতীয় বিভাগ দাবা প্রতিযোগিতা-২০১৬’। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা গত ০৯ নভেম্বর শেষ হয়।

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ০৩ নভেম্বর শুরু হয়েছিল ‘দ্বিতীয় বিভাগ দাবা প্রতিযোগিতা-২০১৬’। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা গত ০৯ নভেম্বর শেষ হয়।

দ্বিতীয় বিভাগ দাবা লিগ-২০১৬তে সোনারগাঁও চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। সোনারগাঁও ১৩ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। ইসফট এরিনা ১২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়। দশ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি তৃতীয়, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব চতুর্থ ও জিআইআইটি চেস একাডেমি পঞ্চম স্থান লাভ করে।

চ্যাম্পিয়ন সোনারগাঁ চেস ক্লাব ও রানার-আপ ইসফট এরিনা ২০১৭ সালের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে দ্বিতীয় বিভাগ দাবা লিগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ.এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।