ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়ে শুরু হলো বাংলাদেশের এএইচএফ কাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
জয়ে শুরু হলো বাংলাদেশের এএইচএফ কাপ

এএইচএফ কাপ হকিতে শুভ সূচনা করলো ২০০৮ ও ২০১২’র চ্যাম্পিয়ন বাংলাদেশ। মামুনুর রহমান চয়ন ও রাসেল মাহমুদের জোড়া গোলে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারিয়েছে লাল সবুজের দল।

ঢাকা: এএইচএফ কাপ হকিতে শুভ সূচনা করলো ২০০৮ ও ২০১২’র চ্যাম্পিয়ন বাংলাদেশ। মামুনুর রহমান চয়ন ও রাসেল মাহমুদের জোড়া গোলে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক হংকংকে ৪-২ গোলে হারিয়েছে লাল সবুজের দল।

শনিবার (১৯ নভেম্বর) হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ২২ মিনিটে চয়নের পেনাল্টি কর্ণার গোলে ১-০ তে লিড পায় বাংলাদেশ। এর ঠিক তিন মিনিট পরে তার পেনাল্টি কর্নারের গোল দলকে দ্বিগুল ব্যবধান এনে দেয়। আর প্রথমার্ধ শেষের মাত্র তিন মিনিট আগে দলীয় ব্যবধান ৩-০ তে নিয়ে যান অধিনায় রাসেল।

তবে প্রথমার্ধের শেষ পর্যন্ত ব্যবধানটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। কেননা, ৩৫ মিনিটে কিন কান স্যাং’র পেনাল্টি কর্নারের গোলে ৩-১ এ ব্যবধান কমিয়ে বিরতিতে যায় স্বাগতিক হংকং।

বিরতি থেকে ফিরে আবার জ্বলে উঠে স্বাগতিক শিবির। ম্যাচের ৪২ মিনিটে চুং মিং সিউ’র ফিল্ড গোলে ৩-২ এ ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল হংকং। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা পারেনি। কেননা, ৫২ আবার হংকং সীমানায় আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ। আর তাতেই ৪-২ এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আর শেষ সময় পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের আনন্দে ভেষে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।