ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ ছবি:সংগৃহীত

এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে গেল টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রাক স্থান নির্বাচনীর শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের দুর্দান্তভাবেই টিকিয়ে রাখলো জিমি-চয়নরা।

ঢাকা: এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে গেল টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রাক স্থান নির্বাচনীর শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের দুর্দান্তভাবেই টিকিয়ে রাখলো জিমি-চয়নরা।

শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা অথবা স্বাগতিক হংকং।

এর আগে শনিবার (২৬ নভেম্বর) হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে মিলনের ফিল্ড গোলে ১-০ তে লিড পায় লাল-সবুজের হকি দল। ২৯ মিনিটে ফিল্ড গোল থেকে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোমান সরকার। পিছিয়ে পড়ে প্রথমার্ধেই খেলায় ফিরতে চেয়েছে সিঙ্গাপুর। কিন্তু জিমিদের গড়া রক্ষণে তাদের প্রতিটি আক্রমণ ব্যহত হলে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে।

বিরতির পরে যেন আরও ক্ষুরধার বাংলাদেশ। ৩৭ মিনিটে সিঙ্গাপুর সীমানায় আঘাত হেনে দলকে ৩-০এর ব্যবধান এনে দেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ৪৮ মিনিটে চয়ন পেনাল্টি কর্ণার থেকে সিঙ্গাপুর বক্সে বল ঠেলে দলীয় ব্যবধান ৪-০ তে এনে দিলে ম্যাচ থেকেই ছিটকে যায় সিঙ্গাপুর।

এরপর ৫০ মিনিটে পুষ্কর মিমো, ৫৫ মিনিটে কৃষ্ণ কুমার এবং ৬৬ ও ৬৯ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি কর্ণারের গোলে ৮-০ এর বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।  
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৬ নভেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।