ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সোমবার শুরু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
সোমবার শুরু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ

বাংলাদেশ দাবা ফেডারেশন বছরে তিনটি গুরুত্বপূর্ণ দাবা লিগের আয়োজন করে। সেগুলো হলো- প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ, প্রথম বিভাগ দাবা লিগ ও দ্বিতীয় বিভাগ দাবা লিগ।

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশন বছরে তিনটি গুরুত্বপূর্ণ দাবা লিগের আয়োজন করে। সেগুলো হলো- প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ, প্রথম বিভাগ দাবা লিগ ও দ্বিতীয় বিভাগ দাবা লিগ।

এবার ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সোমবার (৫ ডিসেম্বর) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৬’। ১১দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সহ-সভাপতি গাজী সাইফুল তারেক ও কে.এম শহিদউল্যাসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে ১২টি দল অংশ নেবে। অংশ নিতে যাওয়া সম্ভাব্য দলগুলো হলো- (১) শেখ রাসেল মোমোরিয়াল স্পোর্টিং ক্লাব (বর্তমান চ্যাম্পিয়ন), (২) বাংলাদেশ নৌবাহিনী (বর্তমান রানার আপ), (৩) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (প্রথম বিভাগ থেকে উন্নীত), (৪) প্রথম বিভাগ থেকে উত্তীর্ণ মীর চেস ক্লাবের পরিবর্তে সাইফ স্পোর্টিং ক্লাব, (৫) ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, (৬) তিতাস ক্লাব, (৭) বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল, (৮) প্রিতম প্রিজম চেস ক্লাব, (৯) লিওনাইন চেস ক্লাব, (১০) সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, (১১) সোনালী ব্যাংক ক্রীড় ও বিনোদন ক্লাব এবং (১২) গোল্ডেন স্পোর্টিং ক্লাব।

প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন নিয়মিত খেলোয়াড় ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। লিগের চ্যাম্পিয়ন দল ১ লাখ, রানার্স আপ দল ৬০ হাজার, তৃতীয় স্থান অধিকারী দল ৪০ হাজার টাকা প্রাইজমানির পাশাপাশি ট্রফি ও মেডেল পাবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।