ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

খেলা

বিজয় দিবসে নেত্রকোনায় শ্যুটিং প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিজয় দিবসে নেত্রকোনায় শ্যুটিং প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনায় শ্যুটিং প্রতিযোগিতা শুরু হয়েছে।

নেত্রকোনা: মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনায় শ্যুটিং প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের মালনী ফায়ারিং রেঞ্জে জেলা প্রশাসন ও রাইফেলস ক্লাবের আয়োজনে শ্যুটিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আখন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খান মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন, রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার জাহান রঞ্জন প্রমুখ।

শ্যুটিং প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী ২৫ জন অংশ নিয়েছেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।