ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গোপালগঞ্জে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের সাইক্লিং প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
গোপালগঞ্জে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের সাইক্লিং প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম পর্ব শেষ হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম পর্ব শেষ হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের উদ্যোগে বাগেরহাট থেকে গোপালগঞ্জ পর্যন্ত ৫২ কিলোমিটার সড়কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ৪০ জন সাইক্লিস্ট অংশ নেন।
 
পরে সকাল ১১টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিজেএমসির মিজানুর রহমান। তার পয়েন্ট দাঁড়িয়েছে ২০। তিনি ১ ঘণ্টা ২৫ মিনিট ৭ সেকেন্ডে এ পথ অতিক্রম করেন।

দ্বিতীয় হয়েছেন বিজেবির রিপন কুমার বিশ্বাস। তার পয়েন্ট দাঁড়িয়েছে ১৭। তিনি ১ ঘণ্টা ২৫ মিনিট ১৮ সেকেন্ড এবং তৃতীয় হয়েছেন বিজেবির সিরাজুল ইসলাম। তার পয়েন্ট দাঁড়িয়েছে ১৫। তিনি ১ ঘণ্টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে এ পথ অতিক্রম করেছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন-বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম ইমতিয়াজ খান বাবুল।

সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।