ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

খেলা

বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা প্রশিক্ষণ সমাপ্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা প্রশিক্ষণ সমাপ্ত বিকেএসপি’র ক্রীড়া প্রতিভা প্রশিক্ষণ সমাপ্ত/ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প ‘‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০১৫-১৭’’ এর দ্বিতীয় পর্ব শেষ হয়েছে।

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প ‘‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০১৫-১৭’’ এর দ্বিতীয় পর্ব শেষ হয়েছে।

দেশের ৬৪টি জেলা থেকে বাছাইকৃত ১০০০ জন খেলোয়াড়দের বিকেএসপি ও বিকেএসপি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমূহে প্রথমে ১ মাস মেয়াদের এবং পরবর্তীতে বাছাইকৃতদের মধ্য থেকে ২০০ জনকে ধারাবাহিকভাবে ৪ মাস মেয়াদের প্রশিক্ষণ ক্যাম্প ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

চট্টগ্রাম বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ৪ মাস ক্যাম্পের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে বিকেএসপি’র মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৪ জন ক্রিকেট প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) জনাব মো: মোশারফ হোসেন মোল্লা।

বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরন করেন বিকেএসপি কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো: ইমরান ইবনে এ রউফ এবং ঢাকা বিকেএসপি’তে বিভিন্ন ক্রীড়া বিভাগের ১০৯ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদ প্রদান করেন উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কো-অর্ডিনেটর মো. কাওসার আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব শাহ আশরাফ আলী, নির্বাহী প্রকৌশলী, বিকেএসপি।

আগামী ফেব্রুয়ারি থেকে এ প্রকল্পের তৃতীয় পর্বের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হবে। ৪ মাস মেয়াদে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ ক্যাম্প হতে চূড়ান্তভাবে বাছাইকৃত যোগ্য প্রশিক্ষণার্থীদের বিকেএসপি’র দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অগ্রাধিকার দেয়া হবে। উল্লেখ্য ২০১৬ সালে ভর্তিকৃত ১২৯ জনের মধ্যে ৭৯ জনই ছিল এ প্রকল্পের প্রশিক্ষণার্থী।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।