ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কার্টারের ডোপপাপে অলিম্পিক সোনা হারালেন বোল্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
কার্টারের ডোপপাপে অলিম্পিক সোনা হারালেন বোল্ট উসাইন বোল্ট

ঢাকা: সতীর্থ নেস্তা কার্টারের ডোপপাপে ‍অলিম্পিকের সোনা হারালেন জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট।  

২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০ মিটার রিলেতে বোল্টের সঙ্গে দৌড়েছিলেন কার্টার। রেকর্ড গড়ে জিতেছিলেন সোনা।

কিন্তু এতদিন পর এসে কার্টার নিষিদ্ধ ড্রাগের উপাদান পাওয়ায় ফিরিয়ে দিতে হচ্ছে দলীয়ভাবে জেতা অলিম্পিক সোনার পদকটি। ফলে উসাইন বোল্টের গড়া ‘ট্রিপল ট্রিপল’ রেকর্ডটি আর থাকলো না।
 
কেননা জ্যামাইকার পদক হারানো মানে বোল্টের একটি পদক কমে যাওয়া। ৯ থেকে তার অলিম্পিক পদক এখন ৮।
 
১০০ মিটার রিলের সোনার পদক দেওয়া হচ্ছে তখন রুপা জেতা ত্রিনিদাদ ও টোবাগোকে। জাপান পেয়েছে রুপা। আর ব্রাজিলকে দেয়া হয়েছে তাম্র পদক।  
 
বেইজিংইয়ে ফাইনালের দিন কার্টারের মূত্রনমুনা নেওয়া হয়েছিল। তখন তাতে নিষিদ্ধ উপাদান পাওয়া যায়নি। গত বছর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৪৫৪টি মূত্রনমুনা পুনরায় পরীক্ষা করে। কার্টারের মূত্র পরীক্ষায় ধরা পড়ে নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি।
 
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭  
এসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।