ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

খেলা

স্নায়ুচাপই ছিটকে দিয়েছে শ্যামলীকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, জানুয়ারি ২৮, ২০১৭
স্নায়ুচাপই ছিটকে দিয়েছে শ্যামলীকে শ্যামলী রায়/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সঠিক নিশানায় তীর ছুঁড়তে পারলেন না লাল-সবুজের তীরন্দাজ শ্যামলী রায়। ১৪ জাতির ৬৩জন তীরন্দাজের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে মেয়েদের রিকার্ভ এককের কোয়ার্টার ফাইনালেই ছিটকে গেলেন রিও অলিম্পিকে অংশ নেয়া এই তীরন্দাজ।

অথচ টুর্নামেন্ট শুরুর আগে তাকে নিয়ে স্বপ্নের শেষ ছিল না স্বাগতিক ভক্তদের। কিন্তু শ্যামলীর তীরের ভুল নিশানায় ভক্তদের সেই স্বপ্ন ভঙ্গ হলো।

আর এই স্বপ্ন ভঙ্গের কারণ হিসেবে শ্যামলী দায়ী করলেন স্নায়ুচাপকে।

‘সকালে আমাদের ম্যাচ ছিল, কিন্তু হয়নি। তাতেও আমি নার্ভাস ছিলাম না। পরে যখন লাঞ্চের আগে সেটা শুরু হলো তখন আমি নার্ভাস হয়ে পড়ি। যার কারণে আমার খেলা খারাপ হয়েছে এবং বাদ পড়ে যাই। আমার আজকে খুব খারাপ একটি দিন গেছে। ’ জানান শ্যামলী।

এদিকে, মেয়েদের এককে বাদ পড়ে গেলেও দলীয় ইভেন্টে জয়ের প্রত্যাশা ব্যক্ত করে শ্যামলী জানান, ‘এককে বাদ পড়লেও পরে আমার দলের আরও খেলা আছে সেখানে ভালো করার চেষ্টা করবো। একটা গেছে আরও দুইটা আছে, এবার সেই দুইটা ধরার চেষ্টা করবো। ’

শনিবার (২৮ জানুয়ারি) লাঞ্চ বিরতির পরে মেয়েদের রিকার্ভ এককের কোয়ার্টার ফাইনালে আজারবাইনের কাছে ৬-০ সেটে হেরে ছিটকে যান শ্যামলী।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।