ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

খেলা

এবার সানি ও তার মায়ের বিরুদ্ধে তরুণীর যৌতুকের মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৯, ফেব্রুয়ারি ১, ২০১৭
এবার সানি ও তার মায়ের বিরুদ্ধে তরুণীর যৌতুকের মামলা

ঢাকা: এবার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত রহমান সানি ও তার মায়ের বিরুদ্ধে  নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এই মামলা  করেছেন সানির স্ত্রী বলে দাবি করা সেই তরুণীই।

এরই মধ্যে আদালত এ বিষয়ে তরুণীর জবানবন্দি রেকর্ড করে ভিযোগ তদন্তে মোহাম্মদপুর থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ওই তরুণী ঢাকার ৪ নম্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক এস এম রেজানুর রহমান পরে তার জবানবন্দির রেকর্ডের নিদেশ দেন।  

এর আগে গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন ওই তরুণী। এছাড়াও ২০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়েছে এমন অভিযোগ এনে গত ২০ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন।  

এ নিয়ে তিনটি মামলা করলেন ওই তরুণী। তবে এবারই প্রথম সানির মা-কে এই মামলায় জড়ানো হলো।  

সবশেষ মামলার বিষয়ে জানা যায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর এই মেয়েটির সঙ্গে আরাফাত সানির বিয়ে হয়। যার দেনমোহর ছিল পাঁচ লাখ টাকা। বিয়ের পর মিরপুরের একটি বাসায় তাদের সংসার চলে। ছয় মাস পর  সানির মা ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁকে সংসার করতে দেবেন না বলেও হুমকি দেন।  

বাংলাদেশ সময় ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।