ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

খেলা

নিরাপত্তার কারণে বাংলাদেশে আসছে না কানাডা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, ফেব্রুয়ারি ১, ২০১৭
নিরাপত্তার কারণে বাংলাদেশে আসছে না কানাডা

ঢাকা: নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কানাডা জাতীয় হকি দল। মার্চে বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় অংশ নেওয়ার কথা ছিল ম্যাপল পাতার দেশ কানাডার।

বুধবার (০১ ফেব্রুয়ারি) বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুস সাদেক জানান, বাংলাদেশ হকি ফেডারেশন নিরাপত্তার বিষয়ে কানাডাকে আশ্বস্ত করার চেষ্টা করছে।


 
আন্তর্জাতিক হকি ফেডারেশন সূত্র জানায়, ওমান, ফিজি, চীন, ঘানা, মিশর, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে মার্চের ৪ তারিখ থেকে ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের কানাডার অংশ নেওয়ার কথা ছিলো। কানাডা যদি শেষ পর্যন্ত নাও আসে তাহলে বিশ্ব হকি লিগের দ্বিতীয় এই আসর আট দলরেই হবে।
 
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এইচএল/এনটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।