ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিদ্ধান্ত পাল্টে দৌড়াবেন না বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
সিদ্ধান্ত পাল্টে দৌড়াবেন না বোল্ট উসাইন বোল্ট/ছবি: সংগৃহীত

বিস্ময় জাগিয়ে একের পর এক রেকর্ডের মালিক বনে যান জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট। স্প্রিন্টার থেকে অবসরের পর ফুটবলার হওয়ার ইচ্ছে আছে জ্যামাইকান এ তারকার। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারী এ দানব লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো স্প্রিন্ট ট্যাকে নামবেন।

এ বছর লন্ডনে হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন উসাইন বোল্ট। তবে, সিদ্ধান্ত পাল্টে অস্ট্রেলিয়ায় ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন বোল্ট।

বোল্ট এখন পর্যন্ত তিনটি অলিম্পিক আসরে অংশগ্রহণ করেছেন। যেখানে তিনটি ইভেন্টে খেলা প্রতিটিতেই স্বর্ণ জয় করেছেন তিনি। তার প্রিয় ইভেন্ট ১০০ মিটার সহ জিতেছেন ২০০ ও ৪০০ মিটার রিলেতে। তবে রিও অলিম্পিকের পর বোল্ট বিশ্বের সবচেয়ে বড় এই আসরটিতে আর অংশ নেবেন না বলে জানিয়ে দেন।

ব্রাজিলের রিও দে জেনেইরো অলিম্পিকে তিনটি সোনা জিতে ‘ট্রিপল ট্রিপল’ পূর্ণ করা বোল্ট নাইট্রো অ্যাথলেটিক্স সিরিজে অংশ নিতে এখন মেলবোর্নে অবস্থান করছেন। সেখানে তিনি সংবাদমাধ্যমে জানান, ‘আগামী মৌসুমে এখানে আসতে হলে আর জিততে হলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। কিন্তু, সেটা আর হচ্ছে না। এটা সত্যিই ভিন্ন কিছু হবে। ’

বোল্ট আরও জানান, ‘আমি আমার কোচের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে সিদ্ধান্ত পাল্টাতে বারণ করেছেন। অস্ট্রেলিয়ায় ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ফেরার কোনো সম্ভাবনা নেই আমার। আপাতত সেসব নিয়েও কিছু ভাবছি না। ’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।