ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
বাকৃবিতে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দু’দিন ব্যাপী আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে মশাল জ্বালিয়ে, বেলুন ও পায়রা উড়িয়ে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

 

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুর রশীদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাদিকুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম জাকির হোসেন।

দু’দিন ব্যাপী আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছেপ্রতিযোগিতায় দৌড়, হাই জাম্প, লং জাম্প, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজোসহ মোট ২২টি ইভেন্টে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা। এতে ছাত্রদের ১২টি এবং ছাত্রীদের ১০টি ইভেন্ট রয়েছে।  

রোববার (১৯ মার্চ) বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘন্টা, মার্চ, ১৮, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।