উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয় এম.পি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের মাননীয় সভাপতি এএসএম আলী কবীর।
দিনের প্রথমার্ধে ১৫০০ মিটার দৌড়ে (পুরুষ) প্রথম হন বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন। তার টাইমিং ছিল ৪:০৪:৯০। ৪:০৬:৪০ টাইমিং নিয়ে দ্বিতীয় হন বাংলাদেশ বর্ডার গার্ডের খন্দকার কিবরিয়া আর ৪:১৫:৩০ টাইমিং নিয়ে তৃতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর কামরুল হাসান। একই ইভেন্টের মহিলা ক্যাটাগরিতে বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার ৫:৩০.২০ টাইমিং নিয়ে প্রথমস্থান পান। আর সেনাবাহিনীর পাপিয়া খাতুন ৫:৩০.৪০ টাইমিং নিয়ে দ্বিতীয় ও নৌবাহিনীর মিরোনা ৫:৩৪.১০ টাইমিং নিয়ে তৃতীয় হন। এছাড়া, মহিলাদের লং জাম্পে বাংলাদেশ নৌবাহিনীর আইরিন আক্তার ৫.৪৭ মিটার দূরত্ব নিয়ে প্রথম হয়েছেন। শটপুট (মহিলা) ইভেন্টে প্রথম হন আনসার ও ভিডিপির শ্রাবনী মল্লিক। ম্যারাথন দৌড়ে ২ ঘণ্টা ৩৫:৫০ মিনিট সময় নিয়ে প্রথম হন সেনাবাহিনীর মোহাম্মদ নুরুজ্জামান। পুরুষদের হাইজাম্পে ১.৯৫ মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম হন বাংলাদেশ নৌবাহিনীর এম সজিব হোসেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২১ জুলাই ২০১৭
এমআরপি