ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আন্তঃজেলা মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন রাজশাহী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
আন্তঃজেলা মহিলা ভলিবলে চ্যাম্পিয়ন রাজশাহী আন্তঃজেলা মহিলা ভলিবলে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

রাজশাহী: রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজিত আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক রাজশাহী। 

শনিবার (৭ অক্টোবর) বিকেলে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী ২-০ সেটে পাবনাকে পরাজিত করে  শিরোপা লাভ করে।  

এর আগে, প্রতিযোগিতার সেমিফাইনালে রাজশাহী ২-০ সেটে নওগাঁ জেলাকে ও পাবনা জেলা একই ব্যবধানে (২-০ সেটে) নাটোর জেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি। এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী কিবরিয়া আক্তার বানু।

এছাড়া রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার বিদায়ী সাধারণ সম্পাদক মাহমুদ জামাল ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মাকসুদা আলম রোজী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।