ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১৪২ দাবাড়ু নিয়ে শুরু দাবা চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
১৪২ দাবাড়ু নিয়ে শুরু দাবা চ্যাম্পিয়নশিপ ছবি: সংগৃহীত

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর খেলা শুরু হয়েছে। খেলা শুরু আগে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলাস্থ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৪টি বিভাগ, ৫৩টি জেলা, ৫টি বিশ্ববিদ্যালয়, ২১০০+ রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড়, জাতীয় মহিলা, জাতীয় জুনিয়র ও বালিকা এবং জাতীয় সাব-জুনিয়র ও বালিকা চ্যাম্পিয়ন, ঢাকা শহরের বাছাইকৃত ১৬জন, আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাবপ্রাপ্ত খেলোয়াড়, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, তিতাস ক্লাব ও বধির সংস্থা থেকে আগত ১৪২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন।

দুই আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন, দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, তৈয়বুর রহমান, মেহেদী হাসান পরাগ, খন্দদার আমিনুল ইসলাম, মোহাম্মদ ফাহাদ রহমান, মোহাম্মদ জাভেদ, রেজাউল হক, সৈয়দ মাহফুজুর রহমান ইমন, সাইফ উদ্দীন, ইভেন্টের শীর্ষস্থান প্রাপ্ত ৯ খেলোয়াড় ৪৩তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।

দেশের ৫ গ্র্যান্ড মাস্টার গতবারের চ্যাম্পিয়ন এনামুল হোসেন রাজীব, রানার-আপ মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ ও রিফাত বিন সাত্তার-কে সরাসরি জাতীয় এ দাবায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দাবা চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মেহেদী হাসান। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পলাশ ও মাসুদুর রহমান মল্লিক দিপু, কার্যনির্বাহী সদস্য রাশেদ হোসেন ফারুক ও জাকির আহমেদ, সাইফ স্পোর্টিং ক্লাবের দাবা কমিটির চেয়ারপারসন মাহমুদা হক চৌধুরী মলি এবং প্রতিযোগিতার প্রধান বিচারক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।