ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হবিগঞ্জে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
হবিগঞ্জে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় হবিগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় হবিগঞ্জ সদর উপজেলা ৩৭-৩৫ পয়েন্টে বানিয়াচং উপজেলাকে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা।

অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, বানিয়াচং থানার (ওসি) মোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন আহমেদ সাম্মু ও হুমায়ুন খান।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে ৮টি উপজেলা দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।