ওমিকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন শুরুর পূর্বে ওমিকন গ্রুপের ডিরেক্টর দোলা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এক প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম্বার ড্র প্রেস-ব্রিফিংয়ের পর পরইন অনুষ্ঠিত হয়। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এবারের ওমিকন জাতীয় ‘এ’ দাবায় ১৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এরা হলেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ড মাস্টার গতবারের চ্যাম্পিয়ন এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার, জিয়াউর রহমান, এস এম স্মরন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, গতবারের রানার-আপ মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, শরীফ হোসেন, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ।
এবারের ওমিকন জাতীয় এ দাবায় বিজয়ীদের নগদ দুই লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। যার মধ্যে চ্যাম্পিয়ন ষাট হাজার টাকা, রানার-আপ চল্লিশ হাজার টাকা, তৃতীয় পঁচিশ হাজার টাকা এবং চতুর্থ হতে অষ্টম স্থান পর্যন্ত প্রতিজন পনেরো হাজার টাকা করে অর্থ পুরস্কার পাবেন।
প্রথম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার আমিন বনাম ফিদে মাস্টার নাসির, ফিদে মাস্টার পরাগ বনাম আন্তর্জাতিক মাস্টার মিনহাজ, আন্তর্জাতিক মহিলা মাস্টার লিজা বনাব ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল, ফিদে মাস্টার ফাহাদ বনাম শরীফ, গ্র্যান্ড মাস্টার এনামুল বনাম গ্র্যান্ড মাস্টার রাকিব, গ্র্যান্ড মাস্টার জিয়া বনাম ফিদে মাস্টার মাহফুজ এবং স্মরন বনাম আন্তর্জাতিক মাস্টার শাকিল এর মধ্যকার খেলাগুলো অনুষ্ঠিত হবে। ব্যক্তিগত কারণে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার এবার অংশ নিচ্ছেন না।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৭
এমআরপি