ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কুষ্টিয়ায় যুব বাংলাদেশ গেমস’র সাঁতারু বাছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কুষ্টিয়ায় যুব বাংলাদেশ গেমস’র সাঁতারু বাছাই কুষ্টিয়ায় যুব বাংলাদেশ গেমস’র সাঁতারু বাছাই সম্পন্ন। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় যুব বাংলাদেশ গেমস-এর সাঁতার প্রতিযোগিতার জেলা পর্যায়ের সাঁতারু বাছাই অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি ডিগ্রি কলেজের পুকুরে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আমলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহব্বত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুইমিং ফেডারশনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য অ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি, মহসীন আলী, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার প্রমুখ।

বাছাই পর্বে ১৪টি ইভেন্টে ছয় উপজেলার প্রায় শতাধিক সাঁতারুদের মধ্যে ২৮ জনকে চুড়ান্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।