ব্র্যান্ডনের নাম হয়তো এর আগে অনেকে শুনেননি। কিন্তু ঘরের মাঠে চলমান কমনওয়েলথ গেমস গোল্ড কোস্টে হাই-জাম্পে স্বর্ণ জিতে নিজেকে প্রতিষ্ঠিত করলেন অন্যরকমভাবে।
কারারা স্টেডিয়ামে ২.৩২ মিটার উচ্চতায় লাফিয়ে সেরা হন ব্র্যান্ডন। তিনি পেছনে ফেলে রুপা জেতা বাহামাসের জামাল উইলসনকে। আর তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার ডিজাংগো লোভেট।
ব্র্যান্ডনের এই ট্র্যাকে শুরুটা অবশ্য অনেক আগেই। কিন্তু সফলতা ধরা দিচ্ছিলো না। চার বছর আগে গ্ল্যাসগোতে কমনওয়েলথ গেমসে অষ্টম হয়ে শেষ করেছিলেন। আর রিও অলিম্পিকে শেষ অ্যাথলেট হিসেবে জাম্প দেন।
কিন্তু সফলতার মঞ্চ হিসেবে হয়তো ব্র্যান্ডনের জন্য ঘরের মাঠই অপেক্ষা করছিল। আর সেটিই করে দেখালেন ক্রীড়া পরিবারের এই অ্যাথলেট।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৮
এমএমএস