রাশিয়া বিশ্বকাপের খেলতে ডাক পেয়েছেন ম্যানসিটির ১৭ জন খেলোয়াড়রা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
এর আগে রেকর্ডটির দখল ছিলো আর্সেনালের। ২০০৬ এর বিশ্বকাপে আর্সেনালের ১৫ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন।
ম্যানসিটির পরে রিয়াল মাদ্রিদের সর্বাধিক খেলোয়াড় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছেন। ম্যানসিটির ১০ জন খেলোয়াড় খেলেছিলেন ব্রাজিল বিশ্বকাপে। এবারে ৭ জন বেড়ে যাওয়াই প্রমাণ করছে গার্দিওলার নেতৃত্বে তারকাপূর্ণ একটি শক্তিশালী দল হয়ে উঠেছে ম্যানসিটি।
রাশিয়া বিশ্বকাপে ডাক পাওয়া ম্যানসিটির ফুটবলাররা হলেন:
ব্রাজিল: এন্ডারসন, দানিলো, ফার্নান্দিনহো, গ্যাব্রিয়েল জেসুস।
ইংল্যান্ড: ফ্যাবিয়ান ডেলফ, জন স্টোনস, কাইল ওয়াকার, রহিম স্টারলিং।
জার্মানি: ইলকে গুন্ডুয়ান, লেরয় সানে।
আর্জেন্টিনা: নিকোলাস ওতামেন্দি, সার্জিও অ্যাগুয়েরো।
বেলজিয়াম: ভিন্সেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইনে।
ফ্রান্স: বেঞ্জামিন মেন্দি।
পর্তুগাল: বার্নার্দো সিলভা।
স্পেন: ডেভিড সিলভা।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এমকেএম/এমজেএফ