ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শিরোপার সুবাস পাচ্ছে মোহামেডান, আশা আছে আবাহনীরও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ৫, ২০১৮
শিরোপার সুবাস পাচ্ছে মোহামেডান, আশা আছে আবাহনীরও গোল করার পর আবাহনীর রোমান সরকার-ছবিঃ শোয়েব মিথুন

সুপার ফাইভের ম্যাচে সোনালী ব্যাংকের বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জিতে শিরোপার সুবাস পাচ্ছে মোহামেডান। অন্যদিকে যে মেরিনার ইয়াংসের কাছে হেরে শিরোপা স্বপ্ন ধুসর হয়ে গিয়েছিল, সেই দলের বিপক্ষে ২-১ গোলে জয়ে লড়াইয়ে টিকে রইলো আবাহনী।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার (০৪ জুন) দিনের দ্বিতীয় ম্যাচে মেরিনার ইয়াংসের ফরহাদ আহমেদ সিটুলের ৩৩ মিনিটের প্যানাল্টি কর্নারের গোলে শুরুতে পিছিয়ে যায় আবাহনী। ম্যাচের ৪৪ মিনিটে রোমান সরকারের ফিল্ড গোলে সমতা ফেরানোর পর ৫১ মিনিটে আশরাফুল ইসলামের পেনাল্টি স্ট্রোক গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আবাহনী।

এই জয়ে ১৫ ম্যাচে ১৩ জয়ে ৩৯ পয়েন্ট হলো দলটির।

অন্যদিকে দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংকের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে মোহামেডান। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন রাসেল মাহমুদ জিমি। ২ গোল পেয়েছেন গুরজিন্দর সিং, বাকি গোল রাব্বী সালেহীনের। এই জয়ে এক ম্যাচ কম খেলেই আবাহনীর সমান পয়েন্ট মোহামেডানের।

আগামী বৃহস্পতিবার (৭ জুন) মেরিনার ইয়াংসের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। এই ম্যাচ জিতে গেলেই মোহামেডানের শিরোপা জয় নিশ্চিত। আর হেরে গেলে আবাহনী, মোহামেডান ও মেরিনার্সের পয়েন্ট হবে ৩৯। ফলে এই তিন দলকে নিয়ে হবে প্লে-অফ।

বাংলাদেশ সময়ঃ ২০০০ ঘন্টা, জুন ০৫, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।