আয়োজকরা অবশ্য আশা করছে তাপমাত্রা অলিম্পিক চলাকালে এমনটি থাকবে না। যেখানে ১৯৯৮ সালের পর এই জুলাইতে প্রথমবার ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর অতিক্রম করলো টোকিওর আবহাওয়া।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেন, ‘হ্যা, টোকিও ও জাপানের সাম্প্রতিক দিনগুলো স্টীম বাথের মতো হয়ে গেছে। আমি নিশ্চিত অ্যাথলেটরা ঠিকভাবেই অনুশীলন করতে পারবে। তবে চিন্তিত দর্শকদের জন্য, কেননা তারা রাস্তার পাশে উল্লাস করবে। ’
এ বছরের শুরুতেই অবশ্য বিশেষজ্ঞরা গেমস চলাকালীন হিটস্ট্রোকের ঝুঁকি থাকবে এমনটি সতর্কতা করেছিলেন। তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, ‘আমরা মিস্ট-স্প্রেইং (কুয়াশা জাতীয়) প্রযুক্তি ব্যবহারের দিকটি উন্নত করছি। যেটি হবে ন্যানো-প্যাকটিকাল-সাইজড। ’
আরও বলা হয়, ‘রাস্তায় গরম প্রতিরোধক ব্যবস্থা থাকবে। যেটি তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনবে। ’ এছাড়া গরমের মাত্রা অনুযায়ী আরও নানা ব্যবস্থা গ্রহন করা হবে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক ২০২০ শুরু হবে সেই বছরের ২৪ জুলাই। ১২৫তম এই আসরটির পর্দা নামবে ৯ আগস্ট।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৮
এমএমএস