প্রতিযোগিতার দ্বিতীয় দিন ২৮ জুলাই বিকেল ৬টায় আনুষ্ঠানিক সমাপনী হবে।
এ নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভা কক্ষে সামার অ্যাথলেটিকস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর প্রকিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে ৬৪টি জেলা, ৮টি বিভাগ, বিশ্ববিদ্যালয়, সকল শির্ক্ষাবোর্ড, সকল সরকারী শারিরীক শিক্ষা কলেজ, বিজেএসসি, বিকেএসপি ও সকল অ্যাফিলিয়েটেড বাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রায় ৫০০ জন (পুরুষ ও নারী) অ্যাথলেট ও ১২০ জন কর্মকর্তা অংশগ্রহন করবেন।
দুই দিনব্যাপি এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী ২টি গ্রুপে ৩৬টি ইভেন্টে লড়বে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও নারীদের ১৪টি ইভেন্ট।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৮
এমএমএস