সান্ত্বনার এই জয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে সিরিজ শেষ করল স্বাগতিকরা। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৬৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ২৬.১ ওভারেই ৯ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। স্কোর তখন ১৩২ রান। এরপর শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি আর না থামায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বিশাল জয় পায় শ্রীলঙ্কা।
নিরোশান ডিকবেলা ও সাদিরা সামারাবিক্রমার ১৩৭ রানের দারুন জুটিতে শুরু করে লঙ্কানরা। ৫৪ রানে মঈন আলীর বলে বোল্ড হয়ে ফেরেন সামারাবিক্রমার। এক ওপেনারের বিদায়ের পর বেশি সময় থাকেননি অন্য জনও। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থেকেই সেই মঈন আলীর বলে আউট হন ডিকবেলা। ৯৭ বলে ১২ চারে ৯৫ রান করে ফেরেন তিনি।
তবে ওপেনারদের বিদায়ও রানের চাকা থামেনি স্বাগতিকদের। কুশল মেন্ডিস ও দিনেশ চান্ডিমাল খেলেন ১০২ রানের অনবদ্য এক স্কোর। কুশল ৩৩ বলে ১ চার ও ৬ ছয়ে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
দলকে ৩২৮ রানে রেখে মাঠ ছাড়েন চান্ডিমাল। অধিনায়ক ৭৩ বলে ৬টি চার ও ২ ছয়ে ৮০ রান করেন ।
ইংল্যান্ডের পক্ষে টম কারান ও মঈন দুটি করে উইকেট নেন।
৩৬৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রথম দুই ওভারে মাত্র ৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এর মধ্যে দুষ্মন্ত চামিরা একাই নেন দুই উইকেট। ২৮ রানে পড়ে চতুর্থ উইকেট। মঈন আলী ও বেন স্টোকস কিছুটা রান যোগ করার চেষ্টা করলেও বেশি সময় থাকতে পারেননি উইকেটে। ৭৯ রানের জুটির পর ফেরেন তারা।
স্পিনার আকিলা ধনঞ্জয়া ২৩ রানে নেন ৪ উইকেট। দুষ্মন্ত নেন ২০ রান খরচায় ৩ উইকেট। স্টোকস খেলেন ইনিংস সেরা ৬৭ রান। মঈনের ব্যাট থেকে আসে ৩৭ রান।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এমকেএম