ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

খেলা

কলকাতা ওয়ারিয়র্সকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, নভেম্বর ৯, ২০১৮
কলকাতা ওয়ারিয়র্সকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের সিরিজ জয় ঢাকা একাদশ বনাম কলকাতা ওয়ারিয়র্স অ্যাথলেটিক ক্লাব/ ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচে কলকাতা ওয়ারিয়র্স অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে হকি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) মাওলানা ভাসানী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে কলকাতার দলটিকে ৩-০ গোলে হারিয়েছে ঢাকা একাদশ।  

ঢাকা একাদশের হয়ে প্রথম কোয়ার্টারে গোল করে দলকে এগিয়ে দেন ফেরদৌস জয়িতা।

এরপর দ্বিতীয় কোয়ার্টারে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নমিতা কর্মকার। ম্যাচের চতুর্থ কোয়ার্টারে কলকাতা ওয়ারিয়র্সের কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাদিরা।

এর আগে বুধবার (৭ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। আগামী শনিবার (১০ নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।