ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
দেশের দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন দ্রুততম মানবী শিরিন আক্তার ও মানব ইসমাইল হোসেন-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

বাংলাদেশের দ্রুততম মানবের মুকুট জিতেছেন নৌ-বাহিনীর অ্যাথলেট মো. ইসমাইল হোসেন। আর দ্রুততম মানবীর মুকুট জয় করেছেন নৌ-বাহিনীরই শিরিন আক্তার।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪২তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে ১০.২০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে বিজয়ী হন ইসমাইল হোসেন। এটি পুরুষ বিভাগে নতুন জাতীয় রেকর্ড।

এর আগে ১৯৯১ সালে হয়েছিল পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে জাতীয় রেকর্ড। সেটা ছিল ১০.৪০ সেকেন্ড। ২৮ বছর পর সেটা ভেঙে নতুন রেকর্ড গড়লেন ইসমাইল।

দ্রুততম মানব হওয়ার পথে ইসমাইল-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজআগেরদিন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ১০০ মিটার স্প্রিন্টে না দৌড়ানোর সিদ্ধান্ত নেন ৭ বারের দ্রুততম নামব মেজবাহ আহমেদ। মনোনীত হয়েও অংশ না নেননি তিনি। সেই ইভেন্টেই বিকেএসপির তারা মিয়াকে পেছনে ফেলে জয় পেলেন ইসমাইল।

দ্বিতীয় স্থানে থাকা তারা মিয়া সময় নিয়েছেন ১০.৮০ সেকেন্ড। আর ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন নৌবাহিনীরই আরেক দৌড়বিদ রকিবুল হাসান।

১০০ মিটারে স্বর্ণ জেতার পথে শিরিনের দৌড়-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজঅন্যদিকে একইদিনে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে জয় পেয়েছেন নৌ-বাহীনির অ্যাথলেট শিরিন আক্তার। দ্রুততম মানবী হওয়ার পথে তিনি সময় নেন ১১.৮০ সেকেন্ড। আগেরবারও এই মুকুট পড়েছিলেন তিনি। সেরা হওয়ার পথে তিনি হারিয়েছেন নৌবাহিনীর আরেক স্প্রিন্টার সোহাগী আক্তারকে (১১.৯০ সেকেন্ড)। আর তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর অ্যাথলেট শরিফা খাতুন (১২.৩০ সেকেন্ড)।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।