শনিবার (২৬ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ২৫ দশমিক ০৬ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন পার হন সোহাগী। তার পেছনে থাকা শিরিনের টাইমিং ২৫ দশমিক ০৮ সেকেন্ড।
এদিন ছেলেদের ২০০ মিটার দৌড়ে সেরা হন বিকেএসপির জহির রায়হান। শুক্রবার (২৫ জানুয়ারি) ৪০০ মিটারে ৩২ বছরের রেকর্ড ভেঙে স্বর্ণ জয় করেন তিনি। আর এদিন ২১.৭৮ সেকেন্ড সময়ে ২০০ মিটারের দৌড় শেষ করে সেরা হন।
তবে জহিরের সেরা টাইমিং নয় এটি। গেলো জুলাইয়ে অনুষ্ঠিত সামার মিটে তিনি ২১.৭০ সেকেন্ড সময়ে স্বর্ণ জেতেন।
বাংলাদেশ সময়ঃ ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমকেএম