ক্লাবের প্রেসিডেন্টকে কাছে পেয়ে উচ্ছ্বসিত কিশোর ক্রিকেটাররা। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন সাফওয়ান সোবহান।
নিজের বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনের জন্য অবদান রাখতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন সাফওয়ান সোবহান। তিনি বলেন, “আমি ধানমন্ডির ছেলে। এই মাঠে খেলেই আমি বড় হয়েছি। দেশের ক্রীড়াক্ষেত্রে কিছু করতে পেরে অনেক ভালো লাগছে। ক্লাব থেকে যে এমন একটা পরিবেশ তৈরি করতে পারছি সেজন্য অনেক ভালো লাগছে। এই কমিউনিটিকে কিছু ফেরত দিতে পারছি এতে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের স্পোর্টসের দিকে ডেভেলপ করতে পারছি, এটাও আনন্দের। ”
নিজের বক্তব্যের এক পর্যায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেট একাডেমিকে একটি বোলিং মেশিন দেওয়ার কথা ঘোষণা করেন ক্লাব প্রেসিডেন্ট।
এমন আয়োজন করায় ক্রিকেট একাডেমিকে ধন্যবাদ জানান গভনিং কমিটির সভাপতি মনজুর কাদের। তিনি বলেন, “আমি ধন্যবাদ জানাচ্ছি ক্লাব কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য। দেশের যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে তা থেকে মুক্তির জন্য এটা একটা ভালো উদ্যোগ। ”
অনুষ্ঠান শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কিশোর ফুটবলারদের সঙ্গে মতবিনিময় সাফওয়ান সোবহান। তার উপস্থিতিতে এক আনন্দঘন দিন কাটালেন কিশোর ফুটবলার, তাদের অভিভাবক, সাবেক খেলোয়াড়রা।
বাংলাদেশ সময়: ২২০৭ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আরএআর/এমএইচএম