ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

খেলা

বাংলাদেশ সফরে শ্যুটিং ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
বাংলাদেশ সফরে শ্যুটিং ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির বক্তব্য রাখছেন ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির লিসিন। ছবি: শোয়েব মিথুন

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের (আইএসএসএফ) প্রেসিডেন্ট ভ্লাদিমির লিসিন ও সেক্রেটারি জেনারেল আলেকজান্ডার রাটনার।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তারা বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের শ্যুটিং রেঞ্জসহ শ্যুটিং কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি ও মহাসচিবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যগনের সঙ্গে এক মত মিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরে ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের শীর্ষ কর্তাগণ ভবিষ্যতে বাংলাদেশ শ্যুটিং ক্রীড়ার উন্নয়নে সম্ভাব্য সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।