বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ১৯-৩৯ ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় ইবি।
খেলা শেষ হওয়ার পরপরই বিজয়ী এবং রানার্সআপ দলকে অভিনন্দন জানান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাবুবর রহমান, সহকারী প্রক্টর শাহেদ আহমেদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সোহেল প্রমুখ।
২৩ ফেব্রুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জাতীয় বিশ্ববিদ্যালয়সহ (এনইউ) মোট ৯টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নেয়।
আগামী ১ মার্চ (শুক্রবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় ঢাবি, ইবি, রাবিসহ মোট ১২টি বিশ্ববিদ্যালয়ের অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জিপি