ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চলে গেলেন সাবেক হকি খেলোয়াড় মহসিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
চলে গেলেন সাবেক হকি খেলোয়াড় মহসিন ...

বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মো: মহসিন শনিবার (০২ মার্চ) ভোর ৪.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ............... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

মহসিন ১৯৪৮ সালের ১৯শে ফেব্রুয়ারি ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে যান।

মো: মহসিন ১৯৬৭ ও ৬৮ সালে পূর্ব পাকিস্তান হকি একাদশের হয়ে খেলায় অংশগ্রহণ করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু প্রাপ্ত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম বিদেশ সফরকৃত জাতীয় হকি দলের সদস্য হিসেবে তিনি ভারত সফর করেন।  

তিনি ১৯৭২ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত আবাহনী ক্রীড়া চক্রের হয়ে নিয়মিত হকি ও ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন। এছাড়া ১৯৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেন। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৯ সলে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।

কৃতি এই হকি তারকা ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদের ইন্তেকালে বাংলাদেশ হকি ফেডারেশন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।