ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টেলর-উইলিয়ামসনের ব্যাটে দেড়শ পেরোল নিউজিল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
টেলর-উইলিয়ামসনের ব্যাটে দেড়শ পেরোল নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ব্যাট করছে নিউজিল্যান্ড/ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। ২ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। তবে দিনের শুরুটা ভালো হতে পারত বাংলাদেশের জন্য।

দিনের তিন নম্বর ওভারে রাহির বলে রস টেলরের সহজ ক্যাচ ফেলে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। একই ওভারে স্লিপে টেলরের আরও একটি ক্যাচ ফেলে দেন সাদমান ইসলাম।

এরপর অবশ্য বেশ আস্থার সঙ্গেই ব্যাট করতে থাকেন টেলর ও উইলিয়ামসন। টেস্ট ক্যরিয়ারের ৩০তম অর্ধশতক তুলে নেন উইলিয়ামসন। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক দেখা পান রস টেলর। দু’জনেই দেড়শ রানের জুটি গড়ে তোলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৬৪ রান।

এর আগে বৃষ্টির কারণে প্রথম দুই খেলা পরিত্যক্ত হয়। তৃতীয় দিনে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৫৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
আরএআর/এসএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।