ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিসব কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে জেলা শহরের লোকনাথ দীঘির টেংকের পাড় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারি চৌধুরী মন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সুহিলপুর ইউনিয়ন ১৩ পয়েন্টে নাটাই দক্ষিণ ইউনিয়নকে পরাজিত করে জয়ী হয়। বিপুল সংখ্যক দর্শক উৎসবমূখর পরিবেশে খেলাটি উপভোগ করেন।

প্রতিযোগিতায় সদর উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে ১১টি দল অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।