ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেনীতে অনুর্ধ-১২ ক্রিকেট কানির্ভাল উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৯
ফেনীতে অনুর্ধ-১২ ক্রিকেট কানির্ভাল উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ফেনী: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফেনীতে অনুর্ধ-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে পুলিশ সুপার খন্দকার নুরনবী এ কার্নিভালের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল হাসান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী, নির্বাহী সদস্য জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, মোহাম্মদ আজম চৌধুরী, নুরুল আফসার কবির শাহজাদা, আশ্রাফুল আনোয়ার শিমুল, ফেনী ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ইমন উল হক ও জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।  

এরপর বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের। এসময় বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আমির হোসেন বাহার।  

ক্রীড়া সংগঠক গোলাম হায়দার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক চৌধুরী আহমেদ রিয়াজ রাজিব। এ সময় ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলার অনুর্ধ-১২ এর ৯ জন করে ৪টি গ্রুপে ৩৬ জন খেলোয়াড় এ কার্নিভালে অংশ নেয়। সারাদেশে ক্রিকেটের প্রসার, খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবছর সারাদেশে এ আয়োজন করে থাকে।

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, জুন ২২, ২০১৯ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।