বাংলাদেশ ডিউবল এসোসিয়েশনের সেক্রেটারি বিএম শহিদুজ্জামান বাংলানিউজকে জানান, ১৬ সদস্যের পুরুষ ও ১২ সদস্যের নারী দল নিয়ে তারা ভারতে যাচ্ছেন। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে তারা ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ভারতের পাঞ্জাবের রুপনগরে অনুষ্ঠিত হবে এই চার জাতীয় আন্তর্জাতিক ডিউবল টুর্নামেন্ট। আন্তর্জাতিক এ টুর্ণামেন্টে প্রথমবারের মত অংশ নিচ্ছে বাংলাদেশ ডিউবল এসোসিয়েশনের পুরুষ ও নারী দল। বাংলাদেশ ছাড়াও এ ভারত, জিম্বাবুয়ে ও ইয়েমন জাতীয় দলের সাথে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলা শেষে বাংলাদেশ দলের সদস্যরা আগামী ৩ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ২৪ জুন, ২০১৯
এমএমইউ