ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

যশোরকে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
যশোরকে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিজিবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত এ প্রতিযোগিতায় বিজিবির ৬টি রিজিয়ন দল অংশ নেয়।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে কুষ্টিয়া ৪৭ বিজিবির বাস্কেটবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজিবির চট্টগ্রাম রিজিয়ন ৬৭-৪৬ পয়েন্টের ব্যবধানে যশোর রিজিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জালাল গণি খান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, বিজিবি-৪৭’র অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (বিজিবি-০৬) অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান, কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ আবু হাসান, বিজিবি-৪৭’র উপ-অধিনায়ক মেজর আবু বিন ফয়সাল প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন ফিফার সাবেক রেফারি ও বাস্কেটবল ফেডারেশনের সহ-সভাপতি মাইনুল হাসান মঞ্জু ও বাস্কেটবল ফেডারেশনের জাতীয় রেফারি শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।