বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শক মাঠে খেলাটি উপভোগ করেন।
খেলার দ্বিতীয়ার্ধে কিশোরগঞ্জ জেলা দলের পক্ষে জোড়া গোল করেন নাইজেরিয়ান খেলোয়াড় সোলায়মান কিং।
খেলা শেষে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, নেত্রকোণার জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
ইউবি