ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইউনাইটেডকে বাঁচালেন গ্রিনউড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
ইউনাইটেডকে বাঁচালেন গ্রিনউড ছবি-সংগৃহীত

ইউরোপা লিগে এজেড আলকামারের বিপক্ষে জোড়া গোল করে কোচ ওলে গানার সুলশারের রীতিমত প্রিয় খেলোয়াড় হয়ে ওঠেছেন ম্যাসন গ্রিনউড। নরওয়েজিয়ান কোচ কেন তার উপর আস্থা রাখছেন তা আবারও প্রমাণ করলেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। 

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে হারের মুখ থেকে রেড ডেভিলদের রক্ষা করেছেন গ্রিনউড। ইংলিশ তারকার ৭৭ মিনিটের গোলে এভারটনের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়তে পেরেছে ইউনাইটেড।

তার আগে ৩৬ মিনিটে ভিক্টর লিন্ডডেলফের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে সুলশারের শিষ্যরা।

এই ড্রয়ে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। ১৮ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে এভারটন।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।