অনলাইনে চলমান বিশ্ব দাবা অলিম্পিয়াডে দলীয় ব্যর্থতার মাঝেও ব্যক্তিগতভাবে সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। প্রথম রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার লুইস অ্যাঞ্জেলকে হারানোর একদিন পরেই অস্ট্রেলিয়ার গ্র্যান্ডমাস্টার কুইবোকারভ তেমুরকে হারিয়েছেন তিনি।
ফাহাদের জেতার দিনে চতুর্থ রাউন্ডে দলীয়ভাবে অস্ট্রেলিয়ার কাছে ৪-২ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ। তবে এই রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের নিয়াজ মোরশেদও। গ্র্যান্ডমাস্টার নিয়াজ হারিয়েছেন অস্ট্রেলিয়ার আরেক গ্র্যান্ডমাস্টার ম্যাক্স ইলিংওয়ার্থকে।
অন্যদিকে ফাহাদ ও নিয়াজের জয়ের দিনে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শারমিন সুলতানা শিরিন ও ওয়ালিজা।
পঞ্চম রাউন্ডে বুলগেরিয়ার কাছে ৬-০ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ। পন্দম রাউন্ড শেষ ১০ দেশের মধ্যে ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বুলগেরিয়া। ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) দাবা অলিম্পিয়াডের ডিভিশন টুয়ের প্রথম রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার লুইস অ্যাঞ্জেলকে হারিয়ে দেন বাংলাদেশের আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার ফাহাদ রহমান। ফাহাদ জয় পেলেও ছয় বোর্ডের খেলায় দলীয়ভাবে জার্মানির কাছে ৪.৫-১.৫ পয়েন্টে হারে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এমএইচএম