ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল

দীর্ঘ ছয় মাস পর প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। দিন হিসেব করলে ঠিক ২০০ দিন হবে।

করোনার কারণে এই লম্বা সময়ে কোনো ধরনের ম্যাচ খেলতে পারেনি তারা।  

শুক্রবার (০২ অক্টোবর) জাতীয় দলের ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন। তবে এই প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের পক্ষ থেকে ওটিস গিবসন ও রায়ান কুক নামে দু'টি দলের একাদশের নাম জানানো হয়। এই দুই একাদশে নাম নেই তামিমের। ওটিস গিবসন একাদশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং রায়ান কুক একাদশের নেতৃত্ব দেবেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।  

মিরপুর স্টেডিয়ামে শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে প্রথম দুই দিনের প্রস্তুতি ম্যাচ।

ওটিস গিবসন একাদশ: সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

দ্বাদশ ক্রিকেটার: রুবেল হোসেন।

রায়ান কুক একাদশ: ইয়াসির আলী রাব্বি, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ, আল আমিন হোসেন।

দ্বাদশ ক্রিকেটার: নাম দেওয়া নেই (ফাঁকা)।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
আরএআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।