ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

খেলা

কৌতিনহোর গোলে এক পয়েন্ট পেলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৩, অক্টোবর ৫, ২০২০
কৌতিনহোর গোলে এক পয়েন্ট পেলো বার্সা গোল করার পর কৌতিনহোর উদযাপন

সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে পিছিয়ে পড়ে ফিলিপ কৌতিনহোর গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। ম্যাচের মাত্র ৮ মিনিটেই লুক ডি জংয়ের গোলে এগিয়ে যায় সেভিয়া।

ম্যাচের অষ্টম মিনিটে বার্সেলোনার খেলোয়াড়রা সেভিয়ার কর্নার মোকাবিলা করতে ব্যর্থ হলে জোরালো শটে বার্সেলোনার জালে বল জড়ান ডি জং।

জর্ডি আলবার পাস থেকে দুই মিনিট পরেই মৌসুমে নিজের প্রথম গোল করে দলকে সমতায় নিয়ে আসেন কৌতিনহো। পরে দুই দলই আর কোন গোল করতে না পারায় ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।

এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় বার্সেলোনা ও সেভিয় উভয় দলই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট পেছনে রয়েছে। রোববার লেভান্তেকে ২-০ গোলে পরাজিত করেছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।