ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

খেলা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচের জয়ে শুরু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, ফেব্রুয়ারি ৮, ২০২১
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচের জয়ে শুরু নোভাক জোকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনে জয় দিয়ে শুরু করেছেন নোভাক জোকোভিচ। বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামে মেলবোর্নে জেরেমি চার্ডিকে প্রথম তিন সেটেই হারান পুরুষদের শীর্ষ এই তারকা।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) সার্বিয়ান গ্রেট জয় পান ৬-৩, ৬-১ ও ৬-২ সেটে। ফরাসি খেলোয়াড় চার্ডির বিপক্ষে ১৪ ম্যাচ খেলে শতভাগ জয় তুলে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনের এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

এদিকে বড় তারকাদের মধ্যে অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েম, জার্মান আলেক্সান্ডার জেভরেভ ও অস্ট্রেলিয়ান নিক কিরগিওসও প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন। তবে ফরাসি দশম বাছাই গায়েল মনফিলস ফিনল্যান্ডের এমিল রুশুভুরির কাছে হেরে অঘটনের শিকার হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।