ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

বিদেশি দর্শক ছাড়াই হবে টোকিও অলিম্পিক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, মার্চ ২০, ২০২১
বিদেশি দর্শক ছাড়াই হবে টোকিও অলিম্পিক

বিদেশি দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে জাপানে বিদেশি দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না।

এমনটি নিশ্চিত করেছে আয়োজক কমিটি।

শনিবার এক বিবৃতিতে অলিম্পিক আয়োজক কমিটি জানায়, অলিম্পিক ও প্যারালিম্পিকের টিকেট কিনেছেন যেসব বিদেশি নাগরিক, তাদের অর্থ ফেরত দেওয়া হবে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ, টোকিও গভর্নর ইউরিকো কোয়িকেসহ পাঁচ পক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত বছর টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ বিশ্বজুড়ে ভয়াবহ আকারে দেখা দিলে আসরটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। স্থগিত করায় প্যারালিম্পিকও।

আগামী ২৩ জুলাই নতুন সূচিতে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞটি। যেখানে শেষ হবে ৮ অগাস্ট। প্যারালিম্পিক শুরু হবে ২৪ অগাস্ট, চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।