ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাকিব আল হাসানের সংগ্রহে যুক্ত হলো এক্সএসআর ১৫৫ মডেলের বাইক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০২১
সাকিব আল হাসানের সংগ্রহে যুক্ত হলো এক্সএসআর ১৫৫ মডেলের বাইক সাকিব আল হাসানের সংগ্রহে যুক্ত হলো এক্সএসআর ১৫৫ মডেলের বাইক।

ঢাকা: এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার।

এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে।

বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৭৮টি ৩এস ডিলার পয়েন্ট ও দুইটি ফ্লাগশিপ শো-রুম রয়েছে।

ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। বাইকারদের কাছেও তিনি তুমুল জনপ্রিয় কারণ সাকিব নিজেও একজন বাইকপ্রেমী। ক্রিকেটের পাশাপাশি সময় পেলেই তিনি বেরিয়ে পড়েন পছন্দের বাইক নিয়ে। তাঁর সংগ্রহে রয়েছে ইয়ামাহার বেশকিছু মডেলের বাইক।  

সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় ইয়ামাহার এক্সএসআর ১৫৫ বাইকটি। বাইকটি অন রোড এবং অফ রোড দুই কন্ডিশনেই অসাধারণ পারফরমেন্স দেয়।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।