ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

উইম্বলডনের কোয়ার্টারে উঠে ফেদেরারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৮, জুলাই ৬, ২০২১
উইম্বলডনের কোয়ার্টারে উঠে ফেদেরারের রেকর্ড

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে সুইস তারকা রজার ফেদেরার। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সের টেনিস খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন ৩৯ বছরের ফেদেরার।

মাত্র ২ ঘণ্টা ১১ মিনিটে উড়িয়ে দিলেন নিজের থেকে ১৩ বছরের ছোট প্রতিপক্ষকে। ইতালির লরেঞ্জো সোনেগোকে ৭-৫, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দিলেন ফেদেরার।

প্রথম সেটে কিছুটা লড়াই করলেও পরের দুটো সেটে এ বারের উইম্বলডনে ২৩ নম্বর বাছাই সোনেগোকে দাঁড়াতেই দিলেন না ফেদেরার। প্রথম সেটে ৫-৫ ফল থাকার সময় বৃষ্টি নামে। খেলা বন্ধ রাখতে হয়। ম্যাচ শুরু হলে ডাবল ফল্ট করেন সোনেগো। তার পর আর থামানো যায়নি ফেদেরারকে।

আটবারের উইম্বলডনজয়ী টেনিস তারকা জয়ের পর বলেন, `দারুণ খুশি লাগছে। সোনেগোর বিরুদ্ধে বেশ কিছু কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে মনে হয় প্রথম সেটের পর ম্যাচের নিয়ন্ত্রণ আমার হাতে চলে আসে। কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আবেগাপ্লুত। বিশাল মুহূর্ত এটা আমার কাছে। '

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।